বিনোদন প্রতিবেদক,মোঃ জয়নাল আবেদীন:nnভিডিও চিত্র নির্মাতা সেলিম রেজার পরিচালনায় এসবি এন্টারটেইনমেন্ট বাংলাদেশ এর ব্যানারে আগামীকাল “রুপকুমারী রুপেরপরী” গানটি রিলিজ পাবে আগামীকাল বিকাল সাড়ে চারটায়। এর আগে গানটির ট্রেইলার এসবি এন্টারটেইনমেন্টে বাংলাদেশে’র ইউটিউবে রিলিজ হয়েছে।nnএস এইচ সোহেল শাহের লিরিক্স ও ফারদিন খানের সুরে এবং এন ফারহাদের সংগীতে গানটিতে কণ্ঠ দিয়েছেন শামস ভাই ও রুমি খান। এতে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা আমান রেজা ও ইলা আহমেদ। “রুপ কুমারী রুপেরপরী” ক্যামেরায় ছিলেন শিউল বাবু।nnইতিমধ্যে “রুপকুমারী রুপেরপরী” গানটির ট্রেইলার এসবি এন্টারটেইনমেন্ট বাংলাদেশ এর ব্যানারে ট্রেইলার মুক্তি পাওয়ার পর সাড়া ফেলেছে।গানটিতে সুদর্শন মডেল আমান রেজা ও ইলা আহমেদের অভিনয় নজর কেড়েছে দর্শকদের।nnগান প্রসঙ্গে সেলিম রেজা বাংলাদেশ নিউজ টুডে’কে বলেন, এসবি এন্টারটেইনমেন্টে বাংলাদেশের ব্যানারে আগামীকাল “রুপকুমারী রুপেরপরী” গানটি রিলিজ পাচ্ছে।গানটি চিত্রায়িত হয়েছে গাজীপুরের একটি শুটিং লোকেশনে। কোরিগ্রাফিতে ছিলেন রমজান। এন এ ফরহাদ অনেক সুন্দর মিউজিক করেছেন গানটিতে। আশাকরি গানটি দর্শকদের ভালো লাগবে।nnnnএই বিষয়ে মডেল ও অভিনেতা আমান রেজা বাংলাদেশ নিউজ টুডে’কে বলেন, খুব সুন্দর একটি গান রুপকুমারী রুপেরপরী। এসবি এন্টারটেইনমেন্টের ব্যানারে গানটির ট্রেইলার মুক্তি পাওয়ার পর বেশ সাড়া পেয়েছি। আশা করছি সব মিলিয়ে ভালো কিছু পাবে দর্শক। মনোরম লোকেশনে গানটির ভিডিও চিত্র নির্মান করা হয়েছে।nn
nnএই বিষয়ে মডেল ইলা আহমেদ বাংলাদেশ নিউজ টুডে’কে বলেন, “রুপকুমারী রুপের পরী” গানটি আগামীকাল রিলিজ পাবে। আমরা গানটির জন্য পুরো টিম বেশ পরিশ্রম করেছি। এছাড়া এই গানের প্রথমবারের মতো চিত্রনায়ক আমান রেজা ভাইয়ার সাথে জুটি হয়ে কাজ করতে পেরে ভালো লেগেছে। ইতিমধ্যে গানটির ট্রেইলার দেখে দর্শকরা মন্তব্য করেছেন। সবাইকে সম্পুর্ণ গানটি দেখার অনুরোধ করছি।আশা করছি আপনাদের সাড়া পাব।nn
Leave a comment