সাত্তার আব্বাসী (সিরাজগঞ্জ প্রতিনিধি ):nnপতিত আওয়ামীলীগ সরকারের নেতা কর্মিদের সহযোগিতায় জোরপূর্বক জমি দখলে নিয়ে মার্কেট নির্মাণের অভিযোগ উঠেছে। উপরন্ত জমির প্রকৃত মালিকদের বিরুদ্ধে মিথ্য মামলা দিয়ে হয়রাণী করা হচ্ছে। ঘটনাটি উপজেলার চালিতা ডাঙ্গা ইউনিয়নের শিমুলদাইড় বাজারে ঘটেছে। সরেজমিনে গিয়ে ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, চালিতাডাঙ্গা ইউনিয়নের শিমুলদাইড় গ্রামের আসমত আলীর পুত্র মোন্নাফগংদের শিমুলদাইড়বাজারে অবস্থিত গাড়াবেড় মৌজার আর এস ১৬৫১ নং খতিয়ানের যথাক্রমে ৪৯৪৫ও ৪৯৪৭ নং দাগের মোট ৯শতক জমি একই গ্রামের অভিযুক্ত শাহজাহান আলী গংরা বিগত আ.লীগ সরকারের নেতা কর্মিদের সহযোগিতায় জোর পূর্বক দখলে নিয়ে মার্কেট বানিয়েছে। এ বিষয়ে শিমুলদাইড়বাজারের বনিক সমিতির সাধারণ সম্পাদক সুলতান আহম্মেদ জানান, নালীশি জমিটি দুইদাগে মোট ৯ শতক। জমির মালিক মোট ৭ জন। উক্ত মার্কেটের মালিক শাহজাহান আলী গংরা ৭ মালিকের মধ্যে ইসমাইল হোসেন নামের একজন মালিকের নিকট থেকে ক্রয় করে বিগত সরকারের সময় জোর পূর্বক ৯ শতক দখলে নিয়ে মার্কেট নির্মাণ করেছে। এ বিষয়ে স্থানীয়ভাবে দেনদরবার হয়েছে, তখন দলিলঅনুযায়ী শাহজাহান আলী গংদের ক্রয়কৃত দুইদাগে ১.৪৩শতাংশ সমপরিমান জমি ছিল বলে জানা গেছে। শুনেছি, শাহজাহান আলী গং বা প্রতিপক্ষ মোন্নাফদের বিরুদ্ধে হয়রাণীমূলক মামলা করেছে। অপরদিকে অভিযুক্ত শাহজাহান আলী জানান, মালিকরা পরস্পর আত্মীয় স্বজন। জমি ক্রয়কালিন সময় মোন্নাফদের কোন অভিযোগ ব্যতিরেকে ছ্যামবন্টন হিসেবে ঐ জমি ক্রয় করে মার্কেট করেছি। বাজারের লোকজন পক্ষদ্বয়ের মধ্যে সংঘর্ষ এড়াতে প্রশাসনের হস্তক্ষেপ চেয়েছেন।nn