মৌলভীবাজারের শ্রীমঙ্গলে দেখা দিয়েছে সয়াবিন তেলের সংকট। একই সঙ্গে বেড়েছে ফল, মাছ-মাংস ও সবজির দাম। একথায় রোজা ঘিরে নিত্যপ্রয়োজনীয় সব জিনিসের দামই যেন আগুন। রোববার বিকেলে শহরের বিভিন্ন বাজার ঘুরে এমনই চিত্র দেখা গেছে।
শহরের নতুন বাজার ও পোস্ট অফিস রোডে সয়াবিন তেল লিটার বিক্রি হচ্ছে ২০০ আর পাঁচ লিটার ৯০০-৯৩০ টাকায়। শহরের মৌলভীবাজার সড়কে ইসলাম ব্রাদার্সের স্বত্বাধিকারী ইয়াহিয়া খান বলেন, তেল সরবরাহ করছে না বিভিন্ন কোম্পানি। ঠিকঠাক তেল ছাড়লে কোনো সংকট থাকবে না।
সুমন মিয়া নামে এক ক্রেতা বলেন, অনেক ঘোরাঘুরি করেও ফ্রেশ ও তীর তেল মেলেনি। পরে বাধ্য হয়ে পামওয়েল নিয়েছি দুই লিটার।
এদিকে, বাজারে বড় আকারের প্রতিহালি লেবু ১০০ টাকায় বিক্রি হচ্ছে। বেগুনের দাম কেজিপ্রতি বেড়েছে ২০-৩০ টাকা। ধনেপাতা ১৫০ টাকা কেজি আর ৬০ টাকা দরে বিক্রি হচ্ছে শসা। এছাড়া খাসির মাংস বিক্রি হচ্ছে ১২০০ টাকা কেজি দরে। ব্রয়লার মুরগি ১৯০-২০০ টাকায় বিক্রি হচ্ছে। আঙুর আগে ৩২০ টাকা কেজি দরে বিক্রি হলেও এখন ৩৬০-৩৭০ টাকা। মাল্টা কেজিতে ৫০-৬০ দাম বেড়ে ৩৫০ টাকা কেজি বিক্রি হচ্ছে।
শ্রীমঙ্গলের ইউএনও মো. ইসলাম উদ্দিন বলেন, আমরা নিয়মিত বাজার তদারকি করছি। তবে কোম্পানিকে দুষছেন ব্যবসায়ীরা। রেকর্ডপত্র দেখে ঠিকঠাকই পাচ্ছি। সরবরাহ না থাকার কারণে বাজারে তেল পাওয়া যাচ্ছে না। এজন্যই সংকট দেখা দিয়েছে।