রিয়াল সোসিয়েদাদকে ৪-০ গোলে উড়িয়ে ফের স্প্যানিশ লা লিগার পয়েন্ট টেবিলের শীর্ষে উঠেছে বার্সেলোনা। এরপরও শিরোপা লড়াইয়ের মিশনে আত্মতৃপ্তিতে ভুগছেন না কাতালানদের প্রধান কোচ হান্সি ফ্লিক। তিনি ভালোভাবেই জানেন, পরিস্থিতি বদলে যেতে পারে যেকোনো সময়। তাই হাওয়ায় গা ভাসিয়ে বিপদ ডেকে আনতে চাইছেন না ফ্লিক।
২৬ ম্যাচ শেষে বার্সার সংগ্রহ ৫৭ পয়েন্ট। এক পয়েন্ট কম নিয়ে দুইয়ে নেমে গেছে অ্যাতলেটিকো মাদ্রিদ। আগের দিন বিলবাওকে হারিয়ে চূড়ায় উঠেছিল মাদ্রিদের ক্লাবটি। ৫৪ পয়েন্ট নিয়ে তিনে অবস্থান করছে রিয়াল মাদ্রিদ। নিজেদের সবশেষ ম্যাচে রিয়াল বেতিসের কাছে হেরেছে কার্লো আনচেলত্তির শিষ্যরা।
অলিম্পিক লুইস কোম্পানিসে দুই অর্ধে দুটি করে গোল করে বার্সা। ২৫ মিনিটে জেরার্দ মার্তিনের কল্যাণে এগিয়ে যায় স্বাগতিকরা। ৪ মিনিট পর ব্যবধান বাড়ান কাসাদো। ৫৬তম মিনিটে স্কোরলাইন ৩-০ করেন রোনালদো আরাহো। খানিকবাদে সোসিয়েদাদের জালে শেষ পেরেক ঠুকেন পোলিশ তারকা স্ট্রাইকার রবার্ত লেভানডভস্কি। বিপরীতে একবারও গোলের উদ্দেশ্যে বার্সার জালে শট নিতে পারেনি অতিথিরা।
ম্যাচ শেষে ফ্লিক বলেন, ‘আমরা সোসিয়েদাদকে বাধ্য করেছি। তারা খুব ভালো দল। কিন্তু ম্যাচটিতে জয় আমাদের প্রাপ্যই ছিল। আমরা সব জায়গাতে ভালো খেলেছি। আমি ছেলেদের মনোভাব নিয়ে খুব খুশি। সবাই ক্ষুধার্ত ছিল। প্রতিটি ম্যাচ থেকে আমাদের উন্নতি করার চেষ্টা করতে হবে।’
বার্সা কোচ আরও বলেন, ‘এখনও অনেক পথ চলার বাকি। সবকিছু খুব দ্রুত পরিবর্তন হতে পারে। আমাদের শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যেতে হবে কারণ আমরা সবকিছু করতে চাই। লা লিগায় টেবিলের শীর্ষে ফিরে আসতে পেরে আমি খুশি। তবে এখন আমাদের আমাদের পরবর্তী লক্ষ্যের দিকে মনোযোগ দিতে হবে।’