মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে পূজামণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ‘অন্তর্বর্তী সরকারের নির্দেশনায় সীমান্ত এলাকায় পূজার সময় যেন কোনো অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি না হয়, সে বিষয়ে বিজিবি সর্বোচ্চ সতর্ক রয়েছে। সীমান্তে চোরাচালান বা অনুপ্রবেশ রোধেও আমরা প্রস্তুত।’
বিজিবি মহাপরিচালক আরও বলেন, ‘বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। দুর্গাপূজা শুধু হিন্দু সম্প্রদায়ের নয়, এটি বাঙালির ঐতিহ্য ও সংস্কৃতির অংশ। পূজার সব আচার-অনুষ্ঠান যাতে পুণ্যার্থীরা নির্বিঘ্নে ও আনন্দমুখর পরিবেশে পালন করতে পারেন, সেটাই আমাদের লক্ষ্য।’
