আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজধানী ঢাকায় নিজেদের প্রার্থী প্রায় চূড়ান্ত করে ফেলেছে বিএনপি। দলীয় সূত্রে জানা গেছে, প্রার্থীবাছাইয়ে অগ্রাধিকার দেওয়া হয়েছে তারুণ্য, সাংগঠনিক দক্ষতা এবং আন্দোলন-সংগ্রামে পরীক্ষিত নেতৃত্বকে। তবে কৌশলগত কারণে কয়েকটি আসন জোটের শরিকদের জন্য ছেড়ে দিয়েছে দলটি।
তফসিল ঘোষণার আগেই ৩০০ আসনে যাচাই-বাছাইয়ের কাজ শেষ পর্যায়ে রয়েছে। বিএনপির হাইকমান্ডের নির্দেশনা অনুযায়ী, ঢাকার বেশিরভাগ আসনে সম্ভাব্য প্রার্থীরা ইতিমধ্যেই ‘গ্রীন সিগন্যাল’ পেয়েছেন।
দলীয় একটি সূত্র জানায়, “যোগ্য, মেধাবী ও গণতান্ত্রিক সংগ্রামে অবদান রাখা নেতাদের অগ্রাধিকার দেওয়া হচ্ছে। রাজপথে যারা ছিলেন, তাদের মূল্যায়নই এবার মূল লক্ষ্য।”
