সরকারি অচলাবস্থার (শাটডাউন) সম্ভাব্য সময়সীমা শেষ হতে ২৪ ঘণ্টারও কম বাকি থাকলেও মার্কিন কংগ্রেসে সমঝোতার কোনো লক্ষণ নেই। মূল ইস্যু হলো বিলিয়ন ডলারের ‘ওবামা কেয়ার ভর্তুকি’। যা নিয়ে রিপাবলিকান ও ডেমোক্র্যাটদের মধ্যে তীব্র বিরোধ চলছে।
সোমবার (২৯ সেপ্টেম্বর) হোয়াইট হাউসে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও শীর্ষ কংগ্রেসনাল নেতাদের বৈঠকেও কোনো অগ্রগতি হয়নি। সিনেট রিপাবলিকানরা মধ্যরাতের আগে আবারও তাদের তহবিল পরিকল্পনা ভোটে তোলার প্রস্তুতি নিচ্ছে। যদিও ডেমোক্র্যাটরা আগেই- তা প্রত্যাখ্যান করেছে।
সিনেট সংখ্যাগরিষ্ঠ নেতা জন থুন ডেমোক্র্যাট নেতা চাক শুমারের ওপর চাপ বাড়াতে চান। তবে শুমার দাবি করেছেন, ‘ফলাফল প্রেসিডেন্টের ওপর নির্ভর করছে।’ অপরদিকে রিপাবলিকানরা অভিযোগ করছেন, ডেমোক্র্যাটরা তহবিলকে জিম্মি করে ‘ওবামা কেয়ার’ ভর্তুকি বাড়ানোর চেষ্টা করছে।
সিনেটর জোশ হাওলি বলেন, ‘সরকার বন্ধের সঙ্গে স্বাস্থ্যসেবা ভর্তুকির কোনো সম্পর্ক নেই।’ অন্যদিকে সিনেটর এরিক স্মিট মন্তব্য করেন, ‘শুমার ট্রাম্পের সঙ্গে কাজ করছে বলে এটা তিনি চান না।’
